ভোকাবিল্ডার ক্লাবে সবাইকে স্বাগতম। এটা আপনাদের আড্ডার জায়গা। এখানে আপনারা –
১) যে কোনো শব্দ নিয়ে পোস্ট করতে (থ্রেড খুলতে) পারবেন।
২) সেই শব্দটা নিয়ে বিশদ আলোচনা করতে পারবেন, আমিও যোগ দেবো।
৩) কোনো শব্দের জন্য নিজের বানানো mnemonic (মনে রাখার টেকনিক) পোস্ট করতে পারবেন।
৪) অন্যদের কাছে mnemonic জিজ্ঞাসা করতে পারবেন।
৫) একটা নির্দিষ্ট শব্দ নিয়ে মজার কোনো ঘটনা পোস্ট করতে পারবেন, আমিও করবো মাঝে মাঝে।
৬) ওয়েবসাইটের সার্চ বারে সার্চ দিলেই সেই শব্দের ব্যাপারে সব কাহিনী চলে আসবে (যদি থাকে)।
পোস্ট, কমেন্ট, রিপ্লাই করার জন্য রেজিস্ট্রেশন করুন।
আর পূর্বে রেজিস্ট্রেশন করা থাকলে নিচে লগইন করুন।
-
- Forum
- Topics
- Freshness
-
- Combined Context
- 0
- No Topics
- VocaBuilder Review
- 0
- No Topics