কসমস একটা অসাধারণ বিজ্ঞানভিত্তিক ডকুমেন্টারি। “কসমস” শব্দের মধ্যে যেহেতু আছে সবকিছু, তাই কার্ল সেগান তার অনুষ্ঠান কসমসে আলোচনা করেছেন সবকিছু নিয়ে। তৃতীয় এপিসোডের এক জায়গায় তিনি জ্যোতিষশাস্ত্র (astrology) আর জ্যোতির্বিদ্যা (astronomy) নিয়ে কথা বলছিলেন। সেখানে তিনি দুটো শব্দের etymology বললেন, Disaster and Influenza. সেই অংশটাকে বাংলা করেছি এভাবে……
জ্যোতিষশাস্ত্রের বুদ্ধিবৃত্তিক ভিত্তি ধুয়ে গিয়েছিলো ৩০০ বছর আগেই। অথচ আজও, অনেকেই জ্যোতিষশাস্ত্রকে গুরুত্বের সাথে নিচ্ছেন। কখনো দেখেছেন, রাশিফলের ম্যাগাজিন পাওয়া কত সোজা? আমেরিকার প্রায় সব ক’টা পত্রিকারই রাশিফলের দৈনিক কলাম আছে। কিন্তু প্রায় কারোই জ্যোতির্বিজ্ঞান নিয়ে সাপ্তাহিক কলামও নেই। মানুষ জ্যোতিষ ক্ষমতাসম্পন্ন গলার হার পরে, সকালে ঘর থেকে বেরোবার আগে রাশিফল দেখে।
এমনকি আমাদের ভাষাতেও জ্যোতিষশাস্ত্রের প্রভাব আছে। যেমন, “disaster (দুর্যোগ)” শব্দটা, এসেছে গ্রীক “Bad Star (অশুভ নক্ষত্র)” থেকে। ইতালীয়রা বিশ্বাস করতো, রোগ-ব্যাধি ঘটে খারাপ নক্ষত্রের influence (প্রভাব)-এ। এখান থেকেই এসেছে “Influenza” শব্দটা।
disaster, havoc, and catastrophe (correct spelling) – all three have almost the same meaning. But Holocaust is basically used for the mass killing of Jews in the second world war.