গত দুই তিন বছরে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো পেয়েছি, সেগুলো নিয়ে এই পোস্টটা রচনা করলাম। যদি আপনাদের মধ্যে আরো কোনো প্রশ্ন আসে, তাহলে কমেন্ট সেকশনে যুক্ত করে দিন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো। অথবা এই পোস্টেই যোগ করে দেবো।
বই ও লেখকের পরিচয়
প্রশ্ন – ভোকাবিল্ডার বইটা কী?
উত্তর – এখানে দেখুন, বইটির Introduction. এখানে বইটির ব্যাপারে সকল প্রাথমিক তথ্য পাবেন। বইটির তিনটি সংস্করণের মুখবন্ধ, বইটির বিন্যাস, এবং কিভাবে ব্যবহার করতে হবে, সব লেখা আছে।
প্রশ্ন – ভোকাবিল্ডার বইটা কী কাজে লাগবে?
উত্তর – GRE, GMAT, SAT, IELTS, TOEFL…. সর্বোপরি যেখানেই ভোকাবুলারি লাগে, সেখানেই কাজে লাগবে।
প্রশ্ন – বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং বা চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কাজে লাগবে?
উত্তর – হ্যাঁ।
প্রশ্ন – লেখকের ব্যাপারে জানতে চাই।
উত্তর – এখানে ক্লিক করুন – Farhad Hossain Masum.
সংস্করণসমূহ সংক্রান্ত তথ্য
প্রশ্ন – এ পর্যন্ত ভোকাবিল্ডারের কয়টি সংস্করণ বের হয়েছে?
উত্তর – ৪টি; ১) VocaBuilder, ২) VocaBuilder 2.0, ৩) VocaBuilder 2.1, এবং ৪) VocaBuilder 3.0
প্রশ্ন – কোন সংস্করণটা আমার কেনা উচিৎ?
উত্তর – সর্বশেষ সংস্করণ, VocaBuilder 3.0
প্রশ্ন – আমার কাছে আগের অমুক সংস্করণ আছে। আমাকে কি সর্বশেষ সংস্করণ 3.0 কিনতে হবে?
উত্তর – আপনার কাছে কোন সংস্করণ আছে, সেটার ওপর নির্ভর করবে। যদি আপনার কাছে প্রথম সংস্করণ অথবা VocaBuilder 2.1 (১ আর ৩) থাকে, তাহলে আমার পরামর্শ হচ্ছে – VocaBuilder 3.0 কিনে ফেলুন।
প্রশ্ন – সংস্করণগুলোর মধ্যে পার্থক্য কী?
উত্তর – প্রথম সংস্করণে কোনো ভিডিও লেকচার ছিলো না। পরেরগুলোতে ভিডিও লেকচারের ডিভিডি আছে। 2.0 তে উচ্চারণ যুক্ত করা হয়েছিলো। 2.1 একটা বিশেষ সংস্করণ ছিলো, যাতে ২০১৫ এর বইমেলাতে কম খরচে বইটা পৌঁছে দেয়া যায়। তাই, সেখানে বইয়ের শেষের ইনডেক্স থেকে পৃষ্ঠা নাম্বার সরানো হয়েছিলো, আর ফরম্যাটিং করে পৃষ্ঠা সংখ্যা কমানো হয়েছিলো। যাই হোক, VocaBuilder 3.0 হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে সম্পূর্ণ, আগের চেয়ে শুদ্ধ ও নান্দনিক সংস্করণ। এটাতে আবারো ইনডেক্সের পৃষ্ঠা নম্বর যুক্ত করা হয়েছে, এবং বেশ কিছু নতুন শব্দ, উদাহরণ, ও নোট যুক্ত করা হয়েছে।
মূল্য ও প্রাপ্তিস্থান
প্রশ্ন – বইটির মূল্য কত?
উত্তর – ২০০ টাকা মাত্র।
প্রশ্ন – ভোকাবিল্ডার কোথায় পাওয়া যাবে?
উত্তর – এখানে দেখুন, সকল প্রাপ্তিস্থান।
প্রশ্ন – অনলাইনে অর্ডার করা যাবে?
উত্তর – হ্যাঁ, রকমারির ওয়েবসাইট থেকে।
যোগাযোগ
প্রশ্ন – ভোকাবিল্ডারের ফেসবুক ফ্যান পেইজের লিংক দিন।
উত্তর – এখানে ক্লিক করুন।
প্রশ্ন – লেখক ফরহাদ হোসেন মাসুমের সাথে যোগাযোগ করতে চাই।
উত্তর – ওপরে উল্লেখিত ভোকাবিল্ডারের ফ্যানপেইজে পোস্ট বা মেসেজ করলেই আমি পেয়ে যাবো।
প্রশ্ন – প্রকাশক আদর্শ প্রকাশনীর সাথে যোগাযোগ করতে চাই।
উত্তর – ইমেইল করুন এই ঠিকানায়, adarshabd@gmail.com. ওদের ওয়েবসাইট বা ফেসবুক পেইজেও যোগাযোগ করতে পারেন। আর তাদের ফোন নাম্বার – 01191-232774, 01712-291644.
ভোকাবুলারি শেখা সংক্রান্ত প্রশ্ন
প্রশ্ন – ভোকাবুলারি শেখার সহজ উপায় কী?
উত্তর – সহজ উপায়গুলো নিয়েই এই বইটা রচনা করা হয়েছে। যেমন – বর্ণমালা ধরে না পড়ে গ্রুপ করে পড়া, প্রতিশব্দগুলো একসাথে পড়া, একই জাতীয় শব্দগুলো দিয়ে থিমের মধ্যে রচনা আকারে পড়া, শব্দমূল ধরে ধরে পড়া, ইত্যাদি। এছাড়াও আছে শব্দের সাথে প্রাসঙ্গিক চিত্র দেখে দেখে শেখা, যা ভিডিও লেকচারের মাধ্যমে করেছি।
প্রশ্ন – ভিডিও লেকচারগুলো কোথায় পাবো?
উত্তর – এখানে পাবেন – ভিডিও লেকচার।
প্রশ্ন – ভোকাবুলারি তো মনে থাকে না, কী করতাম?
উত্তর – শুধু মুখস্ত করার চেষ্টা করলে ভুলবেন, এটাই স্বাভাবিক। ভোকাবিল্ডারে দেখানো টেকনিকগুলো এপ্লাই করার চেষ্টা করুন। আর হ্যাঁ, বারবার ঝালাই করে নিতে হবে মাঝেমাঝেই। ব্যক্তিগত জীবনে শব্দগুলো ব্যবহার করতে হবে সবসময়েই। নইলে চোখের আড়াল, মনের আড়াল।
শব্দতালিকা সংক্রান্ত প্রশ্ন
প্রশ্ন – ভোকাবিল্ডারে কতগুলো শব্দ আছে?
উত্তর – প্রায় ৩৫০০।
প্রশ্ন – ভিডিও লেকচারে কতগুলো শব্দ যুক্ত করেছেন?
উত্তর – প্রায় ৩০০০।
প্রশ্ন – ব্যারন্সের শব্দতালিকার সাথে এটার পার্থক্য কেন?
উত্তর – এখানে দেখুন, বিস্তারিত লিখেছি – Barrons Vs VocaBuilder.
প্রশ্ন – এই শব্দতালিকা থেকে পড়লে কি GRE এর জন্য আর কোনো বই পড়তে হবে?
উত্তর – না। এটা পড়লেই GRE vocabulary requirement পূরণ হয়ে যাওয়া উচিৎ। তবে জিআরই এর জন্য আরো বই তো লাগবেই, অন্যান্য সেকশনের জন্য। সেগুলো নিয়ে লিখেছি নেক্সটপ ওয়েবসাইটের Important books for GRE পোস্টে।
Vocabuilder 2.0, 2.1, আর 3.0 এর মধ্যে পার্থক্য কী?
২.০ তে উচ্চারণ ছিলো, ইনডেক্স-এ পেইজ নাম্বার ছিলো। ২.১-এ পেইজ নাম্বার ছিলো না ইনডেক্সে। ৩-এ সেটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। ৩-এ কিছু নতুন শব্দ আর নতুন এক্সাম্পল যুক্ত করা হয়েছে।
২.০ আর ৩.০ এর ফরম্যাটিং অনেকটা একইরকম। মাঝখানে ২.১ এর ফরম্যাটিং অনেক ভিন্ন ছিলো। আপনার কাছে যদি ২.০ থাকে, তাহলে আপনি ২.১ এর চেয়ে অনেকটা সেইফ। ২.১ থাকলে, ৩ নেয়ার চিন্তা করতে পারেন।