সবগুলো লেকচারের তালিকা
ষষ্ঠ লেকচারে স্বাগতম !! আজকের ক্লাসটাতে অন্যান্য ক্লাসের এপ্রোচের পাশাপাশি একটা ভিন্ন এপ্রোচ নেয়া হয়েছে। কিছু স্পেশাল ক্লিপ ধারণ করেছিলাম আমি আর আমার কিছু বন্ধু-বান্ধবসহ। বন্ধু সালমান বিন হোসাইন, বড় ভাই ফখরুদ্দিন সেলিম, ছোটো ভাই হোবায়েব ইবনে ইউনুস, সবাইকে ধন্যবাদ জানাই এই ভিডিওগুলোতে অংশগ্রহণ করার জন্য। আশা করি, আপনাদের ভালো লাগবে। আর ঐ শব্দগুলো সারা জীবনের জন্য মাথায় আটকে যাবে।
এই ক্লাসে যে ৬টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো হলো –
Chapter 24 – Hate and Inclination
Chapter 25 – Hesitation and Frustration
Chapter 26 – Insult and Praise
Chapter 27 – Introduction
Chapter 28 – Laughter and Humor
Chapter 29 – Law
ভোকাবুলারি পড়বেন, ভুলবেন, এটাই স্বাভাবিক। তাই মনে রাখার জন্য যা যা করা দরকার, সবই করতে হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যে শব্দগুলো শিখছেন, সেগুলো আপনার বন্ধুদের সাথে প্রাত্যাহিক আলোচনায় নিয়ে আসুন। তাহলে নিয়মিত প্র্যাকটিস থাকবে, আর ভোলার সম্ভাবনা কমে যাবে।