ইংরেজি ভোকাবুলারি কোর্স – লেকচার ১৬

সবগুলো লেকচারের তালিকা

এক এক করে শেষ পর্যন্ত শেষ লেকচারে চলে এলাম আমরা সবাই। এরপরেও আরো কিছু ক্লাস আসবে। কিন্তু ওগুলো যখন যে শব্দ মাথায় আসে, এবং ভিডিও বানাতে ইচ্ছে হয়, সেগুলো নিয়ে হবে। এই পর্যন্ত সিরিয়ালি যদি আপনি এসে থাকেন, তাহলে আপনাকে অভিনন্দন। আশা করি, ভোকাবুলারি এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে আপনাদের কাছে। আর যদি তা হয়ে থাকে, আমি নিজেকে সার্থক মনে করবো।

আজকের চ্যাপ্টার দুটো মজার। Double Trouble এর মধ্যে আছে এমন কিছু শব্দ, যেগুলোর একটা না, দুটো করে শব্দ মনে রাখতে হবে। এমন কিছু শব্দ আগেও ছিলো। শব্দের পাশে also দিয়ে সেই অর্থগুলো বলা হয়েছিলো। তারপরেও আগে যে শব্দগুলো আসেনি, এমন কিছু শব্দ এখানে নিয়ে এলাম।

আর Treacherous Words এর মধ্যে আছে ধোঁকাবাজ কিছু শব্দ, যেগুলো আপনাকে জিজ্ঞেস করা হলে আপনি বলতে পারবেন ঠিকই; কিন্তু এগুলোর আরো কম পরিচিত কিছু অর্থ আছে, সেগুলোও জানা দরকার। তাহলে আসুন, শেষ লেকচারটা দেখতে ঢুকে পড়ি।

ভোকাবিল্ডারের Treacherous Words চ্যাপ্টারটাকে পিডিএফ বানিয়ে আপলোড করে দিলাম। সেই অধ্যায়ের [নামিয়ে নিন পিডিএফ].

মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।