সিনেমার মাঝখানে থামিয়ে, ডিকশনারিতে শব্দের অর্থ দেখার ব্যাপারটা একটু ঝামেলার মনে হতে পারে। অনেকের কাছে আঁতলামি মনে হতে পারে। তাই, অনেকেই যেটা করে, তা হলো – কাহিনী অনুসারে মনে মনে একটা অর্থ দাঁড় করিয়ে নিয়ে সামনে এগিয়ে যায়।
অধিকাংশ সময় হয়তো আপনি সঠিক অর্থটাই আন্দাজ করতে পারবেন, কিন্তু ভুলের একটা সম্ভাবনা থেকেই যায়। অনেক সময় আপনার আন্দাজ হয়তো আসল অর্থের কাছাকাছিও যাবে না। সেই ক্ষেত্রে আপনার অবচেতনে ঐ শব্দের একটা ভুল অর্থ রয়ে যাবে। পরে আসল অর্থ শিখতেও সমস্যা হতে পারে।
কী দরকার, ভায়া? Pause চাপুন, ডিকশনাররি থেকে অর্থটা দেখে নিন। আজকাল কম্পিউটারে কত সহজে অর্থ দেখা যায়। একটা হট কী চাপলেই Word Web এর মত সফটওয়্যার চালু হয়ে যাবে। সাথে সাথে দেখে নিয়ে, আসল অর্থ জেনে, পরিপূর্ণ স্বাদ নিয়ে মুভি দেখুন। এই কাজটা সেই কলেজ লাইফ থেকে করে আসছিলাম বলে, GRE প্রিপারেশন নেয়ার আগেই অনেক GRE words জানা ছিলো। এমনটা করুন, করতে থাকুন, একসময় দেখবেন, আর ডিকশনারী খুলতে হচ্ছে না। এভাবে করতে করতে শব্দের চিত্রটা মাথায় গেঁথে নিন।
সবশেষে একটা গল্প বলি।
আমি আর আমার বন্ধু ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলাম। ওর ল্যাপটপে গাই রিচির পরিচালনায় বানানো শার্লক হোমস সিনেমাটা ছিলো। প্রচুর অপরিচিত শব্দ ছিলো সেখানে। আমরা ট্রেনে বসে মুভি দেখতে দেখতেই পজ দিয়ে অপরিচিত শব্দগুলোর অর্থ দেখে নিচ্ছিলাম। এদিকে চার্জ শেষ হয়ে যাচ্ছে। এভাবে বারবার থামালে আমাদের মুভি শেষ হবে না, চার্জ ফুরিয়ে যাবে। তারপরেও আমরা আপস করলাম না। দরকার হলে মুভি পরে বাসায় ফিরে চার্জ দিয়ে আবার শুরু করবো। কিন্তু এখন, শব্দের প্রকৃত অর্থ না বুঝে সামনে এগোবো না।
We didn’t make a sacrifice in entertainment. আমরা আরো বেশি এন্টারটেইন্ড হচ্ছিলাম, কারণ আমরা আসল জিনিসটা বুঝে বুঝে সামনে যাচ্ছিলাম। তো, মর্যাল হচ্ছে, “না, মাঝখানে পজ দিলে এন্টারটেইনমেন্টে কোনো সমস্যা হয় না।”
মাসুম ভাই আমিও এমনটাই করি, পজ করে অর্থ জেনে এরপর সামনে আগাই
That’s the way to go.
একা একা মুভি দেখতে বসলে এই কাজটা করা হয় কিন্তু বন্ধুদের সাথে বসলে এই কাজ করতে দেয়না ওরা। :/
আমি কিভাবে পোস্ট করব?
আমি সম্মান ৩য় বর্ষে পড়তেছি, একদম শুরু থেকে GRE এর জন্য কিভাবে শুরু করব? গাইডলাইন দিলে খুশি হতাম।
আপনি আমাদের ফোরামে পোস্ট করতে পারবেন।
GRE এর জন্য এখান থেকে শুরু করুন, http://www.nextopusa.com/all_about_gre
amio suru korbo inshaa allah.