ভোকাবিল্ডার নিয়ে শারমিন বিনতে শাহিদের রিভিউ

10551126_748713571854450_1156186512482180173_n

প্রথম সংস্করণ শেষ হওয়ার পর, দ্বিতীয় সংস্করণ বাজারে আসার আগে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, এটা সত্যি। আর অপেক্ষা করাটা বিরক্তকর ছিল, এটাও সত্যি। কিন্তু, অপেক্ষা সার্থক হয়েছে, এটাই সব চাইতে বড় সত্যি।

নতুন বইয়ের গন্ধ আমার বেশ ভালো লাগে, তার ওপর এটার page গুলো এতো smooth ছিলো, বারবার হাত বোলাতে ইচ্ছে হচ্ছিলো। ফণ্ট বেশ মনোমুগ্ধকর, পড়তে বেশ আরাম হয়, ক্লান্তি আসে না। Publisher এর বাড়াবাড়ি রকম দেরিতে আমি খুব বিরক্ত ছিলাম, এবং নিজ দায়িত্বে মনে মনে অনেক বকাও দিয়েছি, কিন্তু উনি চমৎকার কাজ করেছেন। এতোদিন দেরির পেছনে কারণটা কিছুটা বুঝতে পারলাম!

ডিভিডি এর video গুলো যদিও শিক্ষক.কম এ দেখেছিলাম, কিন্তু feel করছিলাম বইটা পেলে ভাল হতো। এই বই পড়ে USA যাই বা না যাই, movie আর serial দেখে যে মজা পাবো – তা আমি আগেই জানি। মজা করে কিছু শিখতেও মজা। যেমন আম্মা সকাল অফিস এর টিফিন দিচ্ছে বিরিয়ানি, আমার কমেন্ট “আবার ambrosia! pizza নাই?” (dialogue – video গুলা থেকে কপি মেরেছি) আম্মা চোখ গরম করে তাকিয়ে থাকলো। আমি ভেঙ্গে বললাম “ambrosia তো খুব ভাল জিনিস। দেবতাদের খাবারকে বলে ambrosia (যদিও কোন লাভ হয় নাই, উনি যথেষ্ট অপমানবোধ করেছেন)।

এই বইটা আরও মজার বিশেষ ভাবে এই জন্য যে, ভিডিও আর বইটা মিলিয়ে পড়লে learning টা আরও বেশি enjoyable হয়। আর অন্যান্য vocabulary বই থেকে এই বইটা তো পুরাই আলাদা, difference is very clear. একগাদা কতগুলো word, শুধু list ধরে দেয়া নাই। Maximum words কোনো না কোনো একটা মুভি/সিরিয়াল/ছবি এর reference দিয়ে DVD’র ভিডিও গুলাতে দেয়া আছে। তাই পড়তেও মজা, দেখতেও মজা, আর মনেও থাকে।

— Sharmin Binte Shaheed

মন্তব্য

2 thoughts on “ভোকাবিল্ডার নিয়ে শারমিন বিনতে শাহিদের রিভিউ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।