মাসুম ভাই, আপনার ভোকাবিল্ডার বইটার কথাই বলছি। আমার অনেক অনেক উপকার হয়েছে, যা বলে বোঝাতে পারবোনা। ভোকাবুলারিতে এক্সপার্ট হবার জন্য অনেক চেষ্টা করেছি। এখনো মনে আছে, ক্লাস টেনে একবার ডিকশনারি নিয়ে বসেছিলাম, সব শেষ করে ফেলবো ভেবে। কিন্তু, ফলাফল ZERO.
জানি, আমার মত অনেকেই এই কাজটা করেছে। কিন্তু আসলে এইভাবে হয়না। টিচারদেরকে জিজ্ঞেস করলে বলতো, ইংরেজি গল্প, মুভি, নিউজ, এইসব দেখতে। কিন্তু এটা অনেক বেশি লং টার্ম প্রসেস, সবার পক্ষে সম্ভব না। আমার পক্ষেও না, যেহেতু নেক্সট ডিসেম্বরেই IELTS দিবো।
কাল (১৭-১০-২০১৪), দুপুর ৩টার দিকে ভোকাবিল্ডার বইটা কিনলাম। রাত ১০টায় সামনে ল্যাপটপ আর হাতে ভোকাবিল্ডার নিয়ে বসলাম। বইটাতে চ্যাপ্টার আছে ৭৪টা। যদিও ভোকাবুলারি শেখা অনেক বিরক্তিকর কাজ, কিন্তু ভোকাবিল্ডার হাতে নিয়ে আমি এই বিরক্তিকর কাজটাই টানা ৬ ঘণ্টা করে ফেললাম, without any break! বুঝতেই পারলাম না, কীভাবে এক বসাতে বইয়ের ২৪টা চ্যাপ্টার শেষ হয়ে গেলো! About 30% of the book! সকালে ঘুম থেকে উঠে আবার স্টার্ট করেছি! আলহামদুলিল্লাহ, এখন প্রায় ৫০% কমপ্লিট হয়ে গেছে।
কী বলবো, ভোকাবুলারি শেখাটা যে এতো মজার আর আনন্দদায়ক হতে পারে, এটা এইটা না পড়লে বুঝতামই না। আর কিছু মজার বিষয় বলতে হয় – মাসুম ভাইয়ের চুলগুলা। প্রথমে দেখে একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। এতো বড় চুল, মনে হচ্ছিলো নিউটন আমার সামনে। কিন্তু ১৯তম চ্যাপ্টারে গিয়ে দেখি, ভিউটা চেঞ্জ হলো…… ওহ, অওসাম একটা লুক। ভাইয়ার কথা বলার স্টাইল আর বোঝানোর ধরনটা আসলেই অনেক সুন্দর। আমার সাথে একটু মিলে……
ফাইন্যালি, এই মহৎ কাজটার জন্যে আপনাকে অনেক ভালোবাসা। <3 <3 <3 Heartiest love to Salman Bin Hosain, Saidul Saeed, Saiful Islam, and Mamoon Rashid too, for writing those great reviews!
ধন্যবাদ, সবাইকে…… – Sunny Ahmed
(y)
bro eto serious apni??? Well well. Go ahead.
amio suru korci vocabuilder diye. eta sottie effective