মাসুম ভাই, আপনার ভোকাবিল্ডার বইটার কথাই বলছি। আমার অনেক অনেক উপকার হয়েছে, যা বলে বোঝাতে পারবোনা। ভোকাবুলারিতে এক্সপার্ট হবার জন্য অনেক চেষ্টা করেছি। এখনো মনে আছে, ক্লাস টেনে একবার ডিকশনারি নিয়ে বসেছিলাম, সব শেষ করে ফেলবো ভেবে। কিন্তু, ফলাফল ZERO. জানি, আমার মত অনেকেই এই কাজটা করেছে। কিন্তু আসলে এইভাবে হয়না। টিচারদেরকে জিজ্ঞেস করলে বলতো, […]