রিভাইজড জিআরইতে ভোকাবুলারির গুরুত্ব কতটুকু?

২০১১ সালের জুলাইতে, অর্থাৎ আজ থেকে ৫ বছর আগের এই মাসটিতেই জিআরই তার পুরনো খোলস ছেড়ে নতুন খোলস পরেছিলো। তখন থেকে এর নাম Revised GRE. অবশ্য ETS (যারা জিআরই টেস্টটা বানায়, ওরা) জুলাইয়ের অনেক আগে থেকেই কী কী ধরনের প্রশ্ন থাকবে বা কী কী পাল্টে যাচ্ছে, সেগুলো মানুষকে জানিয়ে যাচ্ছিলো। তখন দেখা গেলো যে ভার্বাল (মানে, ইংরেজি) সেকশনে দুটো জিনিস বাদ দেয়া হয়েছে – Antonym আর Analogy. এই দুটো খুব বেশি ভোকাবুলারি-নির্ভর প্রশ্ন ছিলো। এই যে একটা ধোঁয়া উঠলো, সেই ধোঁয়ার জন্য এখনো অনেকেই চোখে ঝাপসা দেখছে। সবাই মনে করা আরম্ভ করলো যে এই রিভাইজড জিআরইতে ভোকাবুলারির গুরুত্ব নেই বললেই চলে। এবং এই ভ্রান্ত ধারণার জন্য বাংলাদেশের মানুষের ভার্বাল সেকশনের স্কোরে একটা ভালো ধাক্কা এসেছে। আসুন, একটু বিস্তারিত দেখি কেন এই ধাক্কাটা লাগছে।

রিভাইজড জিআরই এর ভার্বাল সেকশনে তিন ধরনের প্রশ্ন আসে।

  1. Text completion (TC) – তেমন কিছু না, শূন্যস্থান পূরণ! এটা আবার তিন রকম। কোথাও একটা শূন্যস্থান (TC 1), কোথাও দুটো (TC 2), কোথাও তিনটা (TC 3)। শূন্যস্থান একটা হলে ৫টা সম্ভাব্য উত্তর, একটা সঠিক। শূন্যস্থান দুটো হলে প্রত্যেকটার জন্য তিনটা করে সম্ভাব্য উত্তর – a থেকে c হলো প্রথম গ্যাপের জন্য, এখান থেকে একটা বেছে নিতে হবে; d থেকে f হলো দ্বিতীয় গ্যাপের জন্য। একইভাবে তিনটা গ্যাপ হলে a থেকে i পর্যন্ত নয়টা সম্ভাব্য উত্তর থাকে, তিনটা বেছে নিতে হয়।
  2. Sentence Equivalence (SE) – একটাই শূন্যস্থান, ছয়টা সম্ভাব্য উত্তর, দুটো সঠিক উত্তর।
  3. Reading Comprehension (RC) – ঐ যে, প্যাসেজ পড়ে প্রশ্নের উত্তর দিতে হয়।

ভার্বাল সেকশনে TC 1 আসে একটা, TC 2 আসে তিনটা, TC 3 আসে দুইটা। সংখ্যাগুলো এদিক ওদিক হতে পারে, কিন্তু সব মিলিয়ে ৬টা আসে। আর SE আসে চারটা। তাহলে একটা TC 1 তে ৫টা, তিনটা TC 2 এর প্রত্যেকটাতে ৬টা করে ১৮টা, দুইটা TC 3 এর প্রত্যেকটাতে ৯টা করে ১৮টা সম্ভাব্য উত্তর থাকে। আর চারটা SE তে ৬টা করে ২৪টা সম্ভাব্য উত্তর থাকে। এবং সম্পূর্ণ সারপ্রাইজবিহীন কথাবার্তা হলো – এই সবগুলো, অর্থাৎ মোট (৫+১৮+১৮+২৪=) ৬৫টি শব্দ থাকে, যা আপনার জানা থাকতে হবে। ধরে নিচ্ছি, সবগুলো শব্দ তেমন নয় যেগুলোকে আমরা সচরাচর “জিআরই ওয়ার্ড” বলে থাকি। এরপরেও ৫০টা শব্দ এমন থাকতেই পারে, সেগুলো সেই বিখ্যাত জিআরই ওয়ার্ড এর তালিকায় থাকে! তারপরেও আমি ৬৫টাই ধরছি, কারণ ৬৫টাই এমন শব্দ আসতে পারে। আপনার যদি কিছুটা সন্দেহ থাকে, তাহলে একটা benefit of doubt দিচ্ছি। ধরে নিচ্ছি, রীডিং কমপ্রেহেনশন প্রশ্নে একটাও “জিআরই ওয়ার্ড” আসে না (যদিও গ্যারান্টি দিচ্ছি, থাকবেই)! খুশি?

এবার আসুন, আরেকটা তথ্য দিই। GRE পরীক্ষার রুটিনটা এমন-

এক) এনালিটিক্যাল রাইটিং সেকশন

দুই) ভার্বাল সেকশন

তিন) কোয়ান্টিটেটিভ বা ম্যাথ সেকশন

এরপর দশ মিনিট ব্রেক।

চার) আরেকটা ভার্বাল সেকশন

পাঁচ) আরেকটা কোয়ান্টিটেটিভ সেকশন

ছয়) আরেকটা সেকশন – এটা ভার্বালও হতে পারে, কোয়ান্টিটেটিভও হতে পারে।

আপনার ক্ষেত্রে ছয় নাম্বারটা ভার্বাল হতেই পারে, অর্থাৎ মোট তিনটা ভার্বাল সেকশন আসতেই পারে। এবং সেক্ষেত্রে প্রত্যেক সেকশনে ৬৫টা করে মোট ১৯৫টা শব্দ এবং সেগুলোর ব্যবহার আপনার জানা থাকতেই হবে। অবশ্য এমন হতে পারে যে আপনি সঠিক উত্তরগুলোর ভোকাবুলারি জানতেন, এবং সেগুলো দিয়েই কাজ হয়ে গেছে। তাহলে আপনি বেশ কেরামতি লোক! তবে এমনটা ঘটার সম্ভাবনা বেশ কম বললেই চলে। তাই, সহজ কথায়, প্রায় দুইশোটা জিআরই ওয়ার্ড পরীক্ষাতেই আপনার সামনে আসতে পারে। এবং আমার মতে, ৩৫০০ জিআরই ওয়ার্ড পড়ে ২০০টা কমন পাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ! অর্থাৎ, প্রত্যেক ১৭/১৮টা শব্দের মধ্যে একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। তাহলে পড়বেন না কেন?

আমি অবশ্যই এমনটা বলছি না যে শুধু শব্দ ঠোঁটস্থ করে ফেললেই আপনি জিআরইতে ছক্কা মেরে দিয়ে আসতে পারবেন। আপনাকে সেগুলো কনটেক্সটে ব্যবহার করা জানতে হবে, এবং সবার ওপরে অনেক অনেক প্রশ্ন অনুশীলন করতে হবে। কিন্তু অতীব জরুরি একটা ধাপ বাদ দিয়ে (যেমন ধরুন ব্যাট না থাকলে) আপনি ছক্কা মারতে পারবেন না। তাই, সকল GRE পরীক্ষার্থীদেরকে অনুরোধ করবো – ভোকাবুলারিকে অবহেলা করবেন না।

প্রথম দিকে অনেকে ভোকাবুলারি পড়তে হবে না শুনে লাফ দিয়ে উঠতো, কারণ ব্যারন্সের বইতে বর্ণক্রম অনুসারে সাজানো ভোকাবুলারি পড়তে সবারই চরম পেইন লাগতো। কিন্তু সেই পেইন দূর করার জন্যে ভোকাবিল্ডার বইটি আর আমার নিজেরই বানানো ভিডিও লেকচারগুলো আছে না?

মন্তব্য

4 thoughts on “রিভাইজড জিআরইতে ভোকাবুলারির গুরুত্ব কতটুকু?

  1. মু মনির হোসেন মিসবাহ says:

    ভাইয়া আপনার বইটি পড়েই কি আমি মোটামুটি ভোকাবুলারি নিয়ে নিশ্চিন্ত থাকতে পারি??? নাকি ওয়ার্ড স্মার্ট, ব্যারন্স এসব ও পড়া লাগব ? ওখানে কি আরো বাড়তি কিছু আছে?

  2. Nishachor says:

    যেহেতু ভার্বাল এবং কোয়ান্ট সেকশনে নাম্বার ১৭০করে অর্থাৎ সমান সমান সেহেতু অাগে থেকে বুঝতে পারার কথা না লাস্ট সেকশন ভার্বাল হবে নাকি কোয়ান্ট? মানে বিষয়টা অামার কাছে পরিষ্কার নাহ্। অজ্ঞতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।