ভোকাবিল্ডারের Geography And Environment চ্যাপ্টারটিতে ভূ-পৃষ্ঠের অনেক বিশেষ আকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সেগুলো বর্ণনা বা সংজ্ঞা পড়ার চেয়ে চিত্র দেখে পড়লেই বেশি সুবিধা। লেকচারের ভিডিওতে এই ছবিগুলো দেখিয়েই পড়িয়েছিলাম।
Quagmire, Promontory, Precipice, Grotto, Ravine
Quagmire শব্দটার জন্য যে ছবিটা দিলাম, সেটা Lord of the Rings সিনেমার দ্বিতীয় পর্ব The Two Towers থেকে নেয়া। মনে আছে, ফ্রোডো আর স্যামকে যে একটা অদ্ভুত জায়গা দিয়ে যেতে হয়, যেটাকে ওরা বলতো The Marshes? হাজার হাজার বছর আগে ওখানে একটা যুদ্ধ হয়েছিলো, Elf, man, আর Orcs দের মধ্যে? সেই কর্দমাক্ত, চোরাবালিসমৃদ্ধ জায়গাটা Quagmire এর সুন্দর উদাহরণ।
Gorge, Isthmus, Ford
Ford শব্দটার জন্য যে ইমেজটা ব্যবহার করেছি, সেটাও Lord Of The Rings সিনেমা থেকে নেয়া। এবং এই দৃশ্যটা আমার খুবই প্রিয়। এটা প্রথম পর্ব Fellowship of the Ring এর দৃশ্য।
Cascade and Cataract
Cataract এর দুটো অর্থ, পরের অর্থটা অবশ্য এই চ্যাপ্টারের সাথে যায় না। কিন্তু এসে যখন পড়েছে, তাই বলেই দিলাম।
Hillock, Hummock, Knoll
Equinox & Solstice
আসুন, এবার বিভিন্ন Logy (logos – জ্ঞান) সম্পর্কে জানি।
Meteorology, Seismology, Volcanology
এই চ্যাপ্টারের শব্দ গুল খুব মজার।
What a process to memorize the words and I am loving it.
Thanks a lot, Mili.
benificial