Introduction to VocaBuilder: The Ultimate Vocabulary Builder

দশের অধিক মুদ্রণ ও তিনটি সংস্করণ প্রকাশিত বই ভোকাবিল্ডার, এই মুহূর্তে বাংলাদেশে ভোকাবুলারির জন্য অন্যতম জনপ্রিয় বই। শিক্ষা আর বিনোদন এক হয়েছে এই বইতে এসে। প্রচলিত ধারার বাইরে গিয়ে ভোকাবুলারি শেখানোর জন্যে এই বইটি রচনা করা হয়েছে। কীভাবে রচনা করা হয়েছে, সেই গল্প দেখুন এখানে – ভোকাবিল্ডার রচনার সংক্ষিপ্ত ইতিহাস: A Journey from scratch.

ভোকাবুলারি কী কাজে লাগে?

উত্তরঃ কোন কাজে লাগবে না? আমার উত্তরটা শুনবেন? আমি শিখেছি বিনোদনের জন্য। মুভি দেখতে গিয়ে, বই পড়তে গিয়ে দেখেছি, ভোকাবুলারি লাগে অনেক বেশি। পরে সেটা জীবনের অনেক ক্ষেত্রেই লেগেছে। কিছু পরীক্ষা দিতেও কাজে লেগেছে, ইংরেজি প্রধান দেশে কথা বলতেও কাজে লাগছে, অনুবাদ করতেও কাজে লাগছে। যাই হোক, যদি একাডেমিক কাহিনী জানতে চান, তাহলে এই কাজগুলোতে লাগবে –
১) GRE, GMAT, TOEFL, IELTS, SATএর মত স্ট্যান্ডার্ডাইজড টেস্টগুলোর ভোকাবুলারির প্রয়োজনীয়তা মেটাবে। ইতোমধ্যে এই পরীক্ষাগুলোর ভোকাবুলারি রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য VocaBuilder অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
২) বিভিন্ন (BBA/MBA) ভর্তি পরীক্ষার জন্য ভোকাবুলারির প্রয়োজনীয়তা পূরণ করবে।
৩) একাডেমিক থিসিস বা টেকনিক্যাল রিপোর্ট রাইটিং এর জন্যেও অনেক ভোকাবুলারি লাগে। সেই প্রয়োজনীয়তা পূরণ করবে।

বইটির গঠন, কিভাবে পড়তে হবে সেই পরামর্শ, আর তিনটি সংস্করণের ভূমিকা দেয়া হলো।

STRUCTURE OF THE BOOK

কোন কঠোর নিয়মকানুন মেনে শব্দগুলো arrange করা হয়নি। কারণ, আমি মনে করি, এমন কোন নিয়ম নেই যা প্রত্যেক শব্দের জন্যই যথার্থ। তবুও কিছু কিছু flexible নিয়ম মেনে শব্দগুলোকে organize করা হয়েছে-

  • প্রতিটি শব্দকে suitable chapters and groups-এ বিভক্ত করা হয়েছে। Parts of speech সহ একটা পরিচিত শব্দ bold করে দেয়া হয়েছে অর্থসহ, এবং সেটার সব কয়টা synonym একটা বক্সের মধ্যেই দেয়া হয়েছে।
  • যদি কোন শব্দের একাধিক অর্থ থাকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে তার অন্যান্য অর্থগুলোও দেয়া হয়েছে।
  • কিছু কিছু কঠিন শব্দের প্রয়োগ বোঝানোর জন্য context দেয়া হয়েছে। Context-এর শূন্যস্থানটি, ঐ বক্সের যে কোন শব্দ দিয়ে পূরণ করা যাবে।
  • অনেকগুলো বক্সের শব্দ নিয়েCombined Context তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে synonym group-এর প্রথম শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং ঐ গ্রুপের সকল শব্দ-ই সেই স্থানে ব্যবহার করা যাবে।
  • সব শব্দেরantonym থাকে না। যদি থাকে, তাহলে পাশের বক্সেই antonyms গুলো place করা হয়েছে।
  • চ্যাপ্টারের মধ্যেই পড়ে, অথচ কোন শব্দেরdirect synonym নয়, এমন শব্দগুলোকে আলাদা বক্সের মধ্যে লিস্ট করা হয়েছে।
  • Double-Trouble চ্যাপ্টারের মধ্যেhomonym (two words are homonyms if they are pronounced or spelled the same way but have different meanings) গুলোকে একসাথে দেয়া হয়েছে।
  • Treacherous Words চ্যাপ্টারের মধ্যে এমন সব শব্দ দেয়া হয়েছে, যেগুলো আমরা সবাই জানি, কিন্তু সেগুলোরsecondary meaning সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। যারাGRE, GMAT, SAT এর মতো পরীক্ষার প্রশ্ন তৈরি করেন, তারা এ ধরনের শব্দগুলো খুবই পছন্দ করেন। এই লিস্টটা বেশ মজার, এবং সাধারণত student-রা বেশ মজা নিয়ে পড়ে।

How to use this book?

  • ডিভিডি থেকে চ্যাপ্টারের ওপর বানানো ভিডিও দেখে নিন, তারপর সেই চ্যাপ্টারটা পড়ুন।
  • একটা বক্সে যতগুলো শব্দ আছে, সবগুলো একসাথে শিখে নিতে হবে।
  • পাশের বক্সে antonym থাকলে, দুই বক্সের শব্দগুলোকে relate করে করে পড়তে হবে।
  • কোনো specific শব্দের অর্থ খুঁজতে হলে বইয়ের শেষের index ব্যবহার করুন।

 

PREFACE TO THE 1ST EDITION

Vocabulary শেখার ব্যাপারে একটা আতংক সবার মধ্যেই কাজ করে। সত্যিই তো, alphabetically word মুখস্থ করতে যাওয়া তো দুঃস্বপ্নের মতো…

মনে করুন, আপনি বাজারের যে কোন alphabetical list খুলে বসলেন। একটা শব্দ পেলেন, Abolish-এর অর্থ Cancel.একটু পর আরো একটা শব্দ পেলেন, Abrogate, এটার অর্থও Cancel. কিছুদূর এগিয়ে আবার পেলেন, Annul, তাও Cancel. আরো পেলেন Countermand, Expunge, Negate, Nullify.পেতেই থাকলেন, Repeal, Rescind, Revoke. Alphabetically পড়লে আপনাকে প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে মনে রাখতে হবে এবং প্রত্যেকটাকেই Cancel-এর idea-এর সাথে relate করতে হবে। এটা না করে, আমরা বরং এই সবগুলোকে Cancel এর synonym হিসেবে পড়ি, তাহলে একবার চোখ বুলিয়ে কতগুলো শব্দ শেখা হয়ে যাবে, বলুন তো? এবং এমন করলে আরো একটা সুবিধা আছে। মনে করুন, Repeal এর অর্থ যে Cancel, সেটা আপনার মাথায় আসছে না। কিন্তু Repeal আর Revoke যে আপনি একসাথে পড়েছেন, সেটা আপনার মনে আছে এবং Revoke এর অর্থও আপনার কাছে পরিষ্কার। তাহলেই হয়ে গেলো।

এই আইডিয়া কে পুঁজি করে প্রায় ৩৫০০ শব্দকে ৭৪টা চ্যাপ্টারে ভাগ করে বিভিন্ন টেকনিক (যেমন-Rhyming words, Assonance, Alliteration, Combined Context) দিয়ে শব্দমালা সাজিয়ে হাজির করলাম, VocaBuilder.

ভোকাবুলারি শেখার কি গৎবাঁধা কোন নিয়ম আছে? সঠিক উত্তর হচ্ছে, না। ছকে বাঁধা একটি মাত্র নিয়মেই ভোকাবুলারি শেখা যায় না! এক একটা শব্দ এক একটা গল্পের মত, এটার সাথে জড়িয়ে থাকে একটা ছবি, যে ছবিটাকে মনের ফ্রেমে ধরতে পারলেই কেল্লা ফতে।আমি নির্দিষ্ট কোনো নিয়ম মানতে পারিনি ভোকাবিল্ডার বানাতে গিয়ে। শুধু আশা করছি, এটা আপনাদের কাজে লাগবে। এই বইটার কিছু অংশ নিয়ে আমি এক বছর ধরে আমার বিভিন্ন ছাত্রের ওপর এক্সপেরিমেন্ট করেছি, এবং তাদের সবার ক্ষেত্রেই দেখা গেছে, বাজারের অন্যান্য যে কোন বইয়ের চেয়ে এটা পড়ে তাদের vocabulary মনে থাকছে তুলনামূলকভাবে অনেক বেশি।

আমি ধন্যবাদ জানাই সালমান বিন হোসাইন-কে, যে জন্মলগ্ন থেকেই এটার সাথে ছিল, এবং এই বইয়ের নামটাও তারই দেয়া। আমি যখন দিনরাত বইটার কাজে ব্যস্ত, তখন আব্বু-আম্মু, ছোট ভাই শোভন আমার অন্যান্য অনেক কাজ সামাল দিয়েছে। প্রচ্ছদ নিয়ে আমাকে অনেক সাহায্য করেছে আসিফ রেমান আরমান, সাজ্জাদ মজুমদার ও রাহাত মাহমুদ রাজু। প্রকাশক রিয়াজুল ইসলাম ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, যে তিনি আমার পরিশ্রম সার্থক করার জন্য বইটা ছাপাতে রাজি হয়েছেন। সবশেষে, যারা এই বইটার ড্রাফট কপি যাদের ওপর এক্সপেরিমেন্ট করা হয়েছে, আমার সেই সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ…

পরিশেষে, বইয়ের ভুলগুলো ধরিয়ে দেবেন প্লিজ। যদি কোন দাবি থাকে, তাও জানাবেন, যাতে করে পরবর্তী সংস্করণে আরো নিখুঁত কাজ উপহার দিতে পারি।

PREFACE TO THE 2ND EDITION

প্রায় দুই বছর এবং আরো তিনটি মুদ্রণের পর দ্বিতীয় সংস্করণ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই দুই বছরে, ভোকাবিল্ডার নিয়ে আপনাদের কাছ থেকে যে ব্যাপক পরিমাণ সাড়া পেয়েছি, তা বলার মত নয়।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার উদ্দেশ্যে, GRE প্রিপারেশন এর অংশ হিসেবে যখন Barron’s এর ওয়ার্ড লিস্ট খুলে বসি, তখনই অনেকের মত আমারো মনে হল— ভোকাবুলারি শেখার সঠিক উপায় এটা নয়। সংক্ষেপে,সেখান থেকেই ভোকাবিল্ডারের যাত্রা শুরু। সেখান থেকে শুরু করে পাবলিশ হওয়ার আগে পর্যন্ত বেশ কিছু মেজর স্টেজ পার করেছে এটা। আমার ব্যক্তিগত জার্নির সাথে মিলেমিশে ছিল সেই স্টেজগুলো, যে কাহিনী ভোকাবিল্ডারের একটা ব্লগের মধ্যে লিখে রেখেছি।

অতঃপর পাবলিশড হলো, অত্যন্ত দ্রুত প্রথম দুটো প্রিন্ট শেষও হয়ে গেল। তারপরও মনে হচ্ছিলো কী একটা যেন করা হয়নি। যা নিজে শিখেছি,তা সবার কাছে ছড়িয়ে দেয়ার ইচ্ছে ছিল। আমার সকল কাজের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে, আমি শেখার পদ্ধতিটাকে বিনোদন আকারে হাজির করতে চাই। NexTop-USAতে ভোকাবুলারির এই ক্লাসগুলো নিতাম,তখন অনেক মজা করতাম। সেভাবে মজা করে এই বইটা পড়ানোর ইচ্ছে ছিল। আর বইয়ের পাতায় অনেক কিছু যোগ করা যায় না, যেটা সামনাসামনি বা ভিডিওতে করা যায়। তাই, ভিডিও লেকচার বানিয়ে শিক্ষকের ওয়েবসাইটে শুরু করলাম ভোকাবুলারির কোর্স। শুরুর পর থেকেই দর্শকদের যে স্বতঃস্ফূর্ত প্রশংসা পেয়েছি, তার সারমর্ম হলো— এই বই আর বইয়ের ওপর ভিত্তি করে বানানো ভিডিওগুলো দেখলে ভোকাবুলারি নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। সবগুলো, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা করে মোট ৭৪টা ভিডিও, এই সংস্করণের সাথে ডিভিডি আকারে যাচ্ছে। সবগুলো ভিডিও অনলাইনেও পাওয়া যাচ্ছে।

তাহলে, কী পার্থক্য প্রথম এবং দ্বিতীয় সংস্করণের মধ্যে? তিনটা বড় পার্থক্য হচ্ছে— ডিভিডি, ইনডেক্সে উচ্চারণ যোগ করা, আর ফরম্যাটিং। প্রথম সংস্করণে আসার জন্যেই বইটাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল, অনেকবার কোয়ালিটি চেক করা হয়েছিল। যে কারণে, এগুলো ছাড়া বড় কোনো পরিবর্তন আনতে হয়নি। তবে, বইটা এবার সম্পূর্ণতা পেল মূলত ডিভিডি-এর কারণে। প্রিন্ট মিডিয়ার সীমাবদ্ধতার কারণে, বইতে কিছু জিনিস যোগ করতে না পারার যে আফসোসটা ছিল, সেটা এবার ঘুচে গেল।

নতুন সংস্করণের প্রকাশক আদর্শর মামুন অর রশিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাগিব ভাইকেও ধন্যবাদ, ওনার ওয়েবসাইট shikkhok.com এর মাধ্যমে চার হাজারের বেশি মানুষের কাছে কোর্সটা পৌঁছে দেয়ার জন্য। সবশেষে যেটা অবশ্যই যোগ করতে চাই – আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। দোকানের শেলফ থেকে বেরিয়ে এত এত মানুষের হাতে আমার বই শোভা পাচ্ছে, আপনাদের কিছুটা হলেও সাহায্য হচ্ছে –এই চিন্তাটাই আমার জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ, সবাইকে, মন থেকে…

PREFACE TO THE 3rd EDITION

দ্বিতীয় সংস্করণের এক বছরেরও কম সময়ের মধ্যেই তৃতীয় সংস্করণ নিয়ে এলাম। মাঝে 2.1 নামে একটা প্রজেক্ট নিয়েছিলাম, যাতে বইয়ের দাম কমিয়ে আনা যায়। কিন্তু সেটাতে বিন্যাসজনিত সমস্যার কারণে দ্রুতই 3.0 এর কাজ শুরু করতে হয়েছিলো। এর মধ্যে যেসব পাঠক আমাকে নতুন সংস্করণের ব্যাপারে পরামর্শ দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই সংস্করণে বিন্যাসজনিত সকল সমস্যা ঠিক করা হয়েছে, কিছু বানান ও ফরম্যাটিং ঠিক করা হয়েছে।

আমার বেশিরভাগ কথাই প্রথম আর দ্বিতীয় সংস্করণের মুখবন্ধতে বলে ফেলেছি। এখন আর বেশি কিছু বলার নেই। শুধু আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি, আর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বইটির ওয়েবসাইটের সাথে, www.vocauilder.rocks

দ্বিতীয় এডিশনের পর ভোকাবিল্ডারের অনেক পাইরেটেড কপি বের হয়েছে। সেগুলোর অনেক ডিভিডি কাজ করে না বলে খবর পেয়েছি। এই ওয়েবসাইটে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। নতুন কোনো ভিডিও বানালে এখানেই আপলোড করবো। তাই, ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে ভোকাবুলারি নিয়ে সর্বদাই নতুন এবং মজার মজার টেকনিক পোস্ট করার চেষ্টা করবো। আমার যেসব অনুবাদ কর্ম ভোকাবুলারি শিখতে সাহায্য করবে, সেগুলোর খবরও এখানে দেয়ার চেষ্টা করবো।

ওয়েবসাইটটির নির্মাতা অনুজ ইসমাইল হাসানকে বিশেষ ধন্যবাদ জানাই। অত্যন্ত যত্ন করে সে আমার ৪টি ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। তার মধ্যে বিজ্ঞানযাত্রার ওয়েবসাইটের জন্যে কোনো পারিশ্রমিক নিলো না কোনোমতেই। এরপর আরো দুটো (অনুবাদকদের আড্ডা আর NexTop-USA) ওয়েবসাইট বানিয়ে সবশেষে এই প্রজেক্টটা শেষ করেছে মাত্র কয়েকদিনের মধ্যে। কারণ, তৃতীয় সংস্করণ প্রকাশের সাথে সাথেই ওয়েবসাইটও রিলিজ দিতে চেয়েছিলাম। তার নিষ্ঠা আর পরিশ্রম ছাড়া এই ওয়েবসাইট হয়তো এতো শীঘ্রই আলোর মুখ দেখতো না।

সবশেষে, আবারো ধন্যবাদ, সকল পাঠককে। এই মুহূর্তে বইটি পৌঁছে গেছে ৫ অংকের বেশি মানুষের কাছে। বইটির ফেইসবুক ফ্যানপেইজেও সদস্য সংখ্যা ৫ অংক ছাড়িয়েছে, দ্বিতীয় আর তৃতীয় সংস্করণের মধ্যে। এগুলো পাঠকের অংশগ্রহণ ছাড়া অসম্ভব। শিক্ষা চলবে, বিনোদনের হাত ধরে।

মন্তব্য

14 thoughts on “Introduction to VocaBuilder: The Ultimate Vocabulary Builder

  1. Hayatuzzaman says:

    আমি এই বইয়ের একটা কপি পেতে চাই। কি ভাবে পেতে পারি আর দামটা কত? জানালে খুবই উপক্রিত হোতাম। Thanks a lot…….

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।