ইংরেজি ভোকাবুলারি কোর্স – লেকচার ০২

সবগুলো লেকচারের তালিকা

প্রথম লেকচারে ৫ চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসেও ৫টা চ্যাপ্টারের শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে।

এই লেকচারের অধ্যায়গুলোর নাম –

Chapter 6 – Beauty and Ugly
Chapter 7 – Beg Pardon
Chapter 8 – Calm and Angry
Chapter 9 – Care/Seriousness
Chapter 10 – Clever and Stupid

প্রত্যেক চ্যাপ্টারেই রিলেটেড শব্দগুলোর অনেক অনেক synonym কে গ্রুপ করে করে দেখানো হয়েছে, মনে রাখার জন্য প্রচুর mnemonics and etymology নিয়ে আলোচনা করা হয়েছে। বেশ কিছু জনপ্রিয় সিরিজ আর মুভির কথা উঠে এসেছে। আগের লেকচারেও মাঝে মাঝেই মুভি প্রসঙ্গটা খেয়াল করে থাকবেন, কনটেক্সটের জন্য মুভি বা সিরিজ অতুলনীয়। আর এগুলো দেখতে গিয়ে আপনি continuous একটা ইংরেজি environment এর মধ্যে থাকবেন, যেটা আপনাকে অনেক সাহায্য করবে।

ভিডিও দেখার ক্ষেত্রে আমার সাজেশন – প্রত্যেক চ্যাপ্টারের পর সামান্য একটু ব্রেক নিন। মাথায় সেই শব্দগুলো ঢুকিয়ে নেয়ার চেষ্টা করুন। অত্যন্ত কম সময়ে আমাকে অনেক শব্দ কভার করতে হচ্ছে, এজন্য না চাইলেও স্পিড কিছুটা বেশি হচ্ছেই, এজন্য আমাকে ক্ষমা করবেন। এটার একটাই সমাধান, বারবার দেখুন। I assure you, দ্বিতীয় বা তৃতীয়বার দেখার সময় এতো ফাস্ট মনে হবে না।

মন্তব্য

5 thoughts on “ইংরেজি ভোকাবুলারি কোর্স – লেকচার ০২

  1. mithu says:

    video 7 এ irritable এর অর্থ দেওয়া আছে unmanageable কিন্তু গুগল এ আর dictionary.com app এ দেখলাম showing or having a tendency to be “easily annoyed “…এই দুইটা অর্থ তো এক হোলো না

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।