ইংরেজি ভোকাবুলারি কোর্স – লেকচার ১০

সবগুলো লেকচারের তালিকা

একের পরে শূন্য = দশ

এই ক্লাসে যে ৪টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো হলো –

Chapter 46 – Plants
Chapter 47 – Predict the future
Chapter 48 – Quarrel
Chapter 49 – Religion

গাছপালাকে পৃথিবীর গালে দাঁড়ির সাথে তুলনা করেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তার বই পার্থিবে। এটা আমার ওপর এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে, আমি কখনো এই লাইনটা ভুলতে পারিনি। আমি প্রকৃতির সাথে একাত্ম হয়ে গিয়েছিলাম ঐ উপন্যাসের একটা চরিত্র কৃষ্ণজীবনের সাথে। সচলায়তনে একটা ব্লগ লিখেছিলাম ওটা নিয়ে। চাইলে পড়তে পারেন এখানে, [শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর লেখা পার্থিব এর কৃষ্ণজীবন, এবং আমি]. Environment চ্যাপ্টারটা পড়াতে গিয়েও এটা মনে পড়েছিলো, এখন Plants চ্যাপ্টারটা পড়াতে গিয়েও কৃষ্ণজীবনের কথা মনে পড়েছে। আশা করি, বাকী চ্যাপ্টারগুলোও আপনারা ততটা মজা নিয়ে দেখবেন, যতটা মজা নিয়ে আমি বানিয়েছি। তাহলে আসুন, শুরু করি……

আজকের সবচেয়ে মজার চ্যাপ্টারটা হচ্ছে Religion. বিভিন্ন ধর্মের নাম, গল্প নিয়ে আশা করি, সময় ভালোই কেটে যাবে। ENJOY, Everyone. And share…

মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।