Misogamy and Misogyny

Misogamy (n) = hatred of marriage, বিবাহবিদ্বেষ, বিয়ের প্রতি ঘৃণা
Misogyny (n) = hatred of women, নারীবিদ্বেষ, নারীদের প্রতি ঘৃণা

Etymology:
Mis – শব্দমূলটার সাথে জড়িয়ে আছে ঘৃণা। গ্রীক Misos এর অর্থ হচ্ছে ঘৃণা। যেমন, misanthrope – যারা মানুষকে ঘৃণা করে। আবার অনেক সময় খারাপ বা ভুলও বোঝায়, যেমন – misnomer (ভুল নাম), misbehavior (খারাপ স্বভাব)। আর Gamy শব্দমূলটা বিয়ের সাথে যুক্ত – যেমন monogamous (এক নারী, এক পুরুষে বিয়ে), polygamous (এক পুরুষ, একাধিক নারীতে বিয়ে)। দুটো মিলিয়ে Misogamy হচ্ছে বিবাহবিদ্বেষ।

 misogamy-1422E64EF5A023885B0

অন্যদিকে gyny হচ্ছে নারীর সাথে যুক্ত। যেমন, monogyny হচ্ছে একটি সময়ে একজন স্ত্রী (বা একজন রাণী) রাখার ব্যবস্থা। Mis এর সাথে মিলে Misogyny শব্দের অর্থ হচ্ছে নারীবিদ্বেষ।

blog_misogyny

বাংলাদেশে অনেকেই misogynist হলেও
misogamist এর সংখ্যা অনেক কম।

Screen Shot 2015-04-02 at 3.41.05 PM

মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।