Misogamy (n) = hatred of marriage, বিবাহবিদ্বেষ, বিয়ের প্রতি ঘৃণা
Misogyny (n) = hatred of women, নারীবিদ্বেষ, নারীদের প্রতি ঘৃণা
Etymology:
Mis – শব্দমূলটার সাথে জড়িয়ে আছে ঘৃণা। গ্রীক Misos এর অর্থ হচ্ছে ঘৃণা। যেমন, misanthrope – যারা মানুষকে ঘৃণা করে। আবার অনেক সময় খারাপ বা ভুলও বোঝায়, যেমন – misnomer (ভুল নাম), misbehavior (খারাপ স্বভাব)। আর Gamy শব্দমূলটা বিয়ের সাথে যুক্ত – যেমন monogamous (এক নারী, এক পুরুষে বিয়ে), polygamous (এক পুরুষ, একাধিক নারীতে বিয়ে)। দুটো মিলিয়ে Misogamy হচ্ছে বিবাহবিদ্বেষ।
অন্যদিকে gyny হচ্ছে নারীর সাথে যুক্ত। যেমন, monogyny হচ্ছে একটি সময়ে একজন স্ত্রী (বা একজন রাণী) রাখার ব্যবস্থা। Mis এর সাথে মিলে Misogyny শব্দের অর্থ হচ্ছে নারীবিদ্বেষ।
বাংলাদেশে অনেকেই misogynist হলেও
misogamist এর সংখ্যা অনেক কম।