হ্যারি পটার…… বিংশ এবং একবিংশ শতাব্দীর সবচেয়ে বেশি বিক্রিত, প্রশংসিত, এবং আলোচিত বই সিরিজ। অসাধারণ গল্প, শক্তিশালী লেখনী, মনে রাখার মত বেশ কয়েকটি চরিত্রের জন্য এটা সারা বিশ্বেই সমাদৃত। যারা পড়েনি, তারা বলে এটা নাকি ছোটদের। কিন্তু এটা যে বড়দের কাছে কী অপার মহিমা নিয়ে হাজির হয়, তা পাঠকমাত্রেই জানে।
ভোকাবুলারি শেখার জন্যেও এই বইটা কিন্তু বেশ! এখানে বেশ কিছু নাম চরম কায়দা করে রাখা। তৃতীয় পর্ব Harry Potter and the Prisoner of Azkaban এ এসে আমরা একটা চরিত্র দেখতে পাই, যার নাম Sybil Trelawney. তিনি ভবিষ্যদ্বাণী করা শেখাতেন। এই জিনিসটা ভোকাবিল্ডারের দু্টো চ্যাপ্টারে উল্লেখ করেছিলাম – Predict the Future আর Religion.
Sybil শব্দের অর্থ হচ্ছে a woman who was regarded as an oracle or prophet by the ancient Greeks and Romans; অর্থাৎ, প্রাচীন গ্রীক ও রোমানরা যে মহিলাকে ভবিষ্যদ্বক্তা হিসেবে শ্রদ্ধা করতো। অতএব, Sybil Trelawney যে ভবিষ্যদ্বাণীর ক্লাস নেবে, তাতে আর আশ্চর্য কী?
ষষ্ঠ বই Harry Potter and The Half Blood Prince পর্বে আমরা একটা লিকুইডের ব্যাপারে জেনেছি, যেটার নাম ছিলো Felix Felicis, সেটা খেলে পুরো একদিনের জন্য সৌভাগ্য সাথে থাকতো, এবং সেটা সেবনকারীর জন্য সুখ বয়ে নিয়ে আসতো। এই নামটা লেখিকা জে কে রৌলিং রেখেছিলেন সুখ বা Happiness এর একটি প্রতিশব্দ Felicity থেকে। অর্থাৎ, নামের মধ্যেই আছে কাজের বর্ণনা। ভোকাবিল্ডারের Happy and Gloomy চ্যাপ্টারে ছিলো এই শব্দটা।
আরেকটা রেফারেন্স দেই। ওখানে বিভিন্ন জাদুমন্ত্রের মধ্যে একটা ছিলো Impedimenta. এটা কারো ওপর ছুঁড়ে মারলে সে যেখানে থাকতো, সেখানেই আটকে যেতো। বলুন দেখি তাহলে, Impediment মানে কী?
Impediment মানে হচ্ছে, barrier, obstacle; প্রতিবন্ধকতা; ব্যাঘাত। এটা ভোকাবিল্ডারের Hesitation and Frustration চ্যাপ্টারের মধ্যে যোগ করেছিলাম। লেখিকা জে কে রৌলিং হেভি স্মার্ট, তাই না? এই কাজ তিনি আরো অনেক চরিত্র, জাদুমন্ত্র, আর কেমিক্যালের নাম নিয়েও করেছেন। Reading Harry Potter is never a bad idea.
Excellent. Great Job. Enjoyed reading.
Thanks a lot.