সবগুলো লেকচারের তালিকা
সপ্তম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম! এই ক্লাসে যে ৪টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো হলো–
Chapter 30 – Life and Death
Chapter 31 – Literature and Music
Chapter 32 – Loyalty and Cheating
Chapter 33 – Luck
Let’s dig right in…
আগেও অনেকবার উল্লেখ করেছি, এবং এই ক্লাসেও একাধিকবার তুলে এনেছি লর্ড অফ দ্যা রিংস মুভিটার কথা। এখনো যদি কারো না দেখা থাকে, তাহলে দেরি না করে বসে পড়ুন। আজকের ক্লাসে তো একেবারে স্পয়লার এলার্ট দিয়ে এই মুভির জিকির করেছি। মুভি না দেখা থাকলে লেকচারের মজাও পুরোপুরি আস্বাদন করতে পারবেন না, আর লেকচার শুনে ফেললে মুভির গল্পের অনেক জরুরী অংশই জেনে যাবেন। যাই হোক, উৎসাহ বাড়ানোর জন্য এই ট্রিলজিটা নিয়ে আমার লেখা রিভিউ পড়তে পারেন, Lord Of The Rings Movie Review
এই লেকচারে একটা ক্লিপ দেখিয়েছি আমার আরেক অত্যন্ত প্রিয় মুভি ভি ফর ভেন্ডেটা থেকে। Introductory Video তে বলেছিলাম, ভি ফর ভেন্ডেটার মনোলগ নিয়ে একটা ক্লাস থাকবে। এটা সেই ক্লাসটা নয়, সেটা আসছে ১৫ নং লেকচারে।
অনুবাদকদের আড্ডা গ্রুপ থেকে এই মুভি দুটোর অসাধারণ বাংলা অনুবাদকৃত সাবটাইটেল তৈরি করেছি আমরা, আমি নিজে সমন্বয়ক আর সম্পাদক ছিলাম। অনুবাদকদের আড্ডার ওয়েবসাইটে গেলে সবগুলো কাজ পেয়ে যাবেন।