V for Vendetta Monologue এর ব্যবচ্ছেদ

v-for-vendetta

২০০৮/২০০৯ সালের কথা। ভোকাবিল্ডার বইটি লেখার কথা তখনো আমার পরিকল্পনার মধ্যে নেই। এই মুভিটা দেখলাম একদিন। সারাক্ষণ শুধু মাথার মধ্যে এই মুভিটা ঘুরতে লাগলো। কী অসাধারণ একটা পটভূমি! মুভির কেন্দ্রীয় চরিত্র V আমার অন্যতম প্রিয় কাল্পনিক চরিত্রে পরিণত হলো। পুরো সিনেমার অনেকগুলো লাইনই উল্লেখ করার মত। কিন্তু সবার ওপরে একটা মনোলগ (monologue – একক বক্তৃতা) মাথার মধ্যে ঘুরতে লাগলো।

Voilà! In view, a humble vaudevillian veteran cast vicariously as both victim and villain by the vicissitudes of fate. This visage, no mere veneer of vanity, is a vestige of the vox populi, now vacant, vanished. However, this valorous visitation of a bygone vexation stands vivified and has vowed to vanquish these venal and virulent vermin vanguarding vice and vouchsafing the violently vicious and voracious violation of volition

The only verdict is vengeance; a vendetta held as a votive, not in vain, for the value and veracity of such shall one day vindicate the vigilant and the virtuous. Verily, this vichyssoise of verbiage veers most verbose, so let me simply add that it’s my very good honor to meet you and you may call me “V”……………

অনেকদিন হয়ে যাওয়ার পরেও দুর্বোধ্য (এবং প্রায় অবোধ্য) এই মনোলগটা মাথা থেকে যাচ্ছিলো না। তারপর একদিন এটার বাংলা করে ফেললাম। যখন ভোকাবিল্ডার রচনার সিদ্ধান্ত নিলাম, এটাই হয়ে দাঁড়ালো বইটার প্রথম রচিত অধ্যায়। চ্যাপ্টারগুলোর নাম বর্ণমালা অনুসারে দেয়া বলে সিরিয়াল ধরে V পর্যন্ত আসতে আসতে অবশ্য পাঠককে অনেক অপেক্ষা করতে হয়।

V for Vendetta

ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে। কথাটা কোনো কোনো ক্ষেত্রে সত্যি! এই মনোলগটাকে ব্যাখ্যা করে একদিন একটা ভিডিও বানিয়ে ফেললাম। পরবর্তীতে যখন ভোকাবিল্ডারের ভিডিও লেকচার বানানোর সিদ্ধান্ত নিলাম, সেটাই হয়ে গেলো লেকচারের প্রথম সম্পন্ন করা ভিডিও। আবারো, V বর্ণমালার শেষের দিকে বলে এই ভিডিওটা লেকচারের অন্তর্ভুক্ত করতে হয়েছিলো ১৫ নং লেকচারে, তখন কোর্সের আর মাত্র একটা লেকচার বাকি। সেই ভিডিওটা দেখুন এখানে…

অনুবাদকদের আড্ডা থেকে যখন এই সিনেমা অনুবাদ করবো বলে সিদ্ধান্ত নিলাম, তখন এই সিনেমাটাই ছিলো আমার প্রথম প্রজেক্ট। সিনেমাটির বাংলা সাবটাইটেল ডাউনলোড করতে পারেন ওয়েবসাইট থেকে। আপনাদের সুবিধার জন্য নিচে সব শব্দগুলোর অর্থ দেয়া হলো।

Meaning of the vivid words

  • Voila! = There you are! তো হয়ে যাক!
  • Vaudevillian = a performer who worksin variety show with songs and comic acts etc.; বিচিত্রানুষ্ঠানে যে গান বা হাসির নাটকে কাজ করে
  • Veteran [n] = a person who has served in the armedforces or fought many battles; যোদ্ধা
  • Veteran [adj] = a person who became competent through trial and experience; অভিজ্ঞ; ঝানু
  • Vicariously [adv] = indirectly; acting as a substitute; done by a deputy; প্রতিনিধি দ্বারা সম্পন্ন
  • Vicissitude [n] = change of fortune; ভাগ্য পরিবর্তন
  • Visage [n] = face; physiognomy; countenance; facade; চেহারা
  • Veneer [n] = an ornamental coating; অলংকারের আবরণ
  • Vanity [n] = feelings of excessive pride; অহমিকা; আত্মশ্লাঘা
  • Vestige [n] = trace; remains; চিহ্ন; অবশিষ্ট অংশ [The adjective form is vestigial, which means remaining বা অবশিষ্ট]
  • Vox [n] = vocalization; স্বরকম্পন
  • Vacant [adj] = Vacuous; empty; শূন্য; খালি
  • Valorous [adj] = brave; সাহসী
  • Visitation [n] = an annoying, frustrating or catastrophic event; দুর্যোগ
  • Vexation [n] = something or someone that causes anxiety; a source of unhappiness; জ্বালাতনকারী; অশান্তির উৎস
  • Vivified [adj] = clear; easily understandable; vivid; স্পষ্ট
  • Vow [v] = swear an oath; শপথ গ্রহণ করা
  • Vanquish [v] = Comeout better in a competition, race, or conflict; পরাজিত করা
  • Venal [adj] = capable of being bribed; অর্থের বিনিময়ে অন্যায়ভাবে কাজ করিতে ইচ্ছুক
  • Virulent [adj] = extremely poisonous; hostile; bitter; অত্যন্ত ক্ষতিকর
  • Vermin [n] = small animals or insects; an irritating or obnoxious person; কীট; বিরক্তিকর ব্যক্তি
  • Vanguard [n] = the position of greatest importance or advancement; the leading position in any movement or field; অগ্রসৈনিক
  • Vice [n] = a specific form of doing something evil; অনৈতিকতা
  • Vouchsafe [v] = grant condescendingly; guarantee; স্বেচ্ছায় রাজি হত্তয়া
  • Vicious [adj] = deliberately harmful; ইচ্ছাকৃতভাবে দুশ্চরিত্র
  • Voracious [adj] = excessively greedy; ravenous; অত্যন্ত লোভী
  • Volition [n] = the act of making a conscious choice; স্বেচ্ছায় নির্বাচন করার সামর্থ্য
  • Verdict [n] = an opinion formed by judging something; রায়
  • Vendetta [n] = blood feud; ব্যক্তিগতপ্রতিহিংসা
  • Votive [adj] = dedicated in fulfillment of a vow; শপথমূলক
  • Veracity [n] = truthfulness; সততা
  • Vindicate [v] = clear from blame; acquit; exonerate; মুক্তি দেয়া; নির্দোষ প্রমাণ করা
  • Vigilant [adj] = watchfully awake; alert to spot danger; অতন্দ্র প্রহরী
  • Vichyssoise [n] = A creamy potato soup flavored with leeks and onions; usually served cold; পাঁচমিশালী স্যুপ; হ-য-ব-র-ল অবস্থা
  • Verbiage [n] = pompous array of words; overabundance of words; শব্দবাহুল্য
  • Veer [v] = change in direction; swerve; দিক পরিবর্তন করা
  • Verbose [adj] = Using or containing too many words; শব্দবহুল; বাগাড়ম্বরপূর্ণ

মন্তব্য

5 thoughts on “V for Vendetta Monologue এর ব্যবচ্ছেদ

বাংলার দুলাভাই শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।