Images for the Chapter: Geography and Environment

 

ভোকাবিল্ডারের Geography And Environment চ্যাপ্টারটিতে ভূ-পৃষ্ঠের অনেক বিশেষ আকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সেগুলো বর্ণনা বা সংজ্ঞা পড়ার চেয়ে চিত্র দেখে পড়লেই বেশি সুবিধা। লেকচারের ভিডিওতে এই ছবিগুলো দেখিয়েই পড়িয়েছিলাম।

Quagmire, Promontory, Precipice, Grotto, Ravine

Slide3

Quagmire শব্দটার জন্য যে ছবিটা দিলাম, সেটা Lord of the Rings সিনেমার দ্বিতীয় পর্ব The Two Towers থেকে নেয়া। মনে আছে, ফ্রোডো আর স্যামকে যে একটা অদ্ভুত জায়গা দিয়ে যেতে হয়, যেটাকে ওরা বলতো The Marshes? হাজার হাজার বছর আগে ওখানে একটা যুদ্ধ হয়েছিলো, Elf, man, আর Orcs দের মধ্যে? সেই কর্দমাক্ত, চোরাবালিসমৃদ্ধ জায়গাটা Quagmire এর সুন্দর উদাহরণ।

Gorge, Isthmus, Ford

Slide4

Ford শব্দটার জন্য যে ইমেজটা ব্যবহার করেছি, সেটাও Lord Of The Rings সিনেমা থেকে নেয়া। এবং এই দৃশ্যটা আমার খুবই প্রিয়। এটা প্রথম পর্ব Fellowship of the Ring এর দৃশ্য।

Cascade and Cataract

Slide5

Cataract এর দুটো অর্থ, পরের অর্থটা অবশ্য এই চ্যাপ্টারের সাথে যায় না। কিন্তু এসে যখন পড়েছে, তাই বলেই দিলাম।

Hillock, Hummock, Knoll

Slide7

Equinox & Solstice

Slide8

আসুন, এবার বিভিন্ন Logy (logos – জ্ঞান) সম্পর্কে জানি।

Meteorology, Seismology, Volcanology

Slide9

Equator আর Meridian নিয়ে ঝামেলা হয়?

Slide10

মন্তব্য

4 thoughts on “Images for the Chapter: Geography and Environment

বাংলার দুলাভাই শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।