কুয়েট আইডিয়া কার্নিভ্যালে প্রথম পুরষ্কার হিসেবে তুলে দেয়া হলো ভোকাবিল্ডার

10300023_882449945147478_7108022939887455218_n

 

কুয়েটে আইডিয়া কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিলো ১৯শে জুন, ২০১৫ তারিখে। তাতে তিনটি ইভেন্টে প্রতিযোগিতাতে প্রথম পুরষ্কার হিসেবে দেয়া হয়েছে ভোকাবিল্ডার। লেখক হিসেবে নিজেকে সার্থক মনে হয় এইসব সময়ে।

এই আইডিয়া কার্নিভালটা দারুণ একটা উদ্যোগ। শুক্রবার, ১৯ জুন, দিনব্যাপী কুয়েট ম্যাথ ক্লাব এবং কুয়েটিয়ান কিউবিস্টস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ কার্নিভাল অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে কুয়েটেরই তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলী কাওসার ফারহাদের ‘সুডোকুর অ আ ক খ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

সূত্র – বাংলানিউজ২৪

মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।