Seven Deadly Sins

খ্রিস্টান ধর্মের শুরুর দিক থেকেই SEVEN DEADLY SINS এর ধারণা যুক্ত; সাতটি পাপ, যাদেরকে Capital Vices বা Cardinal (প্রধান) Sins-ও বলা হয়ে থাকে।

1. Lust (যৌনতা), The Lascivious (কামুক)
2. Gluttony (ভোজনবিলাস), the Voracious (পেটুক)
3. Pride (অহংকার), the Boastful (দাম্ভিক)
4. Wrath (ক্রোধ), the Furious (রাগান্বিত)
5. Greed (লোভ), the Avaricious (লোভী)
6. Envy (হিংসা), the Jealous (হিংসুক)
7. Sloth (আলস্য), the Indolent (কুঁড়ে)

FULLMETAL ALCHEMIST (1st season) এবং FULLMETAL ALCHEMIST BROTHERHOOD (2nd season, আসলে সেকেন্ড এবং অরিজিনাল ভার্সন) নামে একটা এনিমে আছে; বুঝে বুঝে দেখলে এই নামগুলো ছাড়াও আরো অনেক GRE word এমনেই মুখস্থ হয়ে যাবে। এই সাতটা পাপের নামে সাতটা ক্যারাক্টার আছে এই এনিমে-তে!

10542798_711763695549438_3007077369563701792_n

আর একটুও বাড়িয়ে বলছি না, আপনি এ পর্যন্ত যত রকম বিনোদন গ্রহণ করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ বিনোদন হতে পারে এই এনিমে। If you want to read more about this anime, তাহলে আমার লেখা রিভিউটা পড়তে পারেন এখানে – FULLMETAL ALCHEMIST – GUARANTEED ENTERTAINMENT

P.S. From the chapter “The good, the bad”, VocaBuilder.

মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।