ইংরেজি ডিকশনারির দীর্ঘতম শব্দ

তো, ইংরেজি ডিকশনারিতে সবচেয়ে লম্বা শব্দ কোনটা?

প্রথমেই মনে রাখতে হবে এখানে আসলে নন-টেকনিক্যাল শব্দ নিয়ে কথা বলা হচ্ছে। নইলে বিশাল বিশাল শব্দের অবতারণা করা যায়; যেমন – একটা রাসায়নিক পদার্থ (কোড নেম – টিটিন) আছে, যার দখলে আছে ১৮৯টি বর্ণ। থাক বাপু, কাম নাই খেয়েদেয়ে। আরো কিছু শব্দ আছে যেগুলো জোর করে বানানো হয়েছে, ওগুলোকে বলে coined word. খুব বিখ্যাত একটা কয়েনড ওয়ার্ড হচ্ছে, Supercalifragilisticexpialidocious (সুপার-ক্যালি-ফ্র্যাজি-লিস্টিক-এক্স-পায়ালি-ডোশ্যাস).

উইকিপিডিয়ার মতে, সবচেয়ে বড় নন-টেকনিক্যাল এবং নন-কয়েনড শব্দ হচ্ছে antidisestablishmentarianism (এন্টি-ডিজ-এস্টাবলিশ-মেন্টা-রিয়া-নিজম)। কিন্তু মেরিয়াম-ওয়েবস্টার তা মানতে রাজি নয়। ওরা বলতে চায়, ঘটনা তাহা নহে। সবচেয়ে দীর্ঘটা হচ্ছে electroencephalographically (ইলেক্ট্রো-এনসেফালো-গ্রাফিক্যালি)। কেন তাদের ডিকশনারিতে antidisestablishmentarianism ঢোকানো হলো না? নিচের ভিডিওতে তারা কারণটা ব্যাখ্যা করেছে।

তারা বলতে চাইলো, কোনো বর্ণের সমষ্টিকে “শব্দ” হিসেবে ঘোষণা করতে হলে তিনটা শর্ত পূরণ করতে হবে।
১) ধুমায়ে ব্যবহৃত হতে হবে।
২) বহুদিন ধরে ব্যবহৃত হতে হবে।
৩) অর্থপূর্ণভাবে ব্যবহৃত হতে হবে।

গত ১০০ বছরে এটা মাত্র ৩বার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ধুমায়েও হয়নি, আবার বহুদিন ধরেও হয়নি। আর এটার অর্থপূর্ণ ব্যবহারও হয়নি। তাই, ওরা এটাকে শব্দ বলে মানতে রাজি নয়। এই ডামাডোলে তারা electroencephalographically কে সবচেয়ে বড় শব্দ বলছে।

মজা না?

মন্তব্য

3 thoughts on “ইংরেজি ডিকশনারির দীর্ঘতম শব্দ

বাংলার দুলাভাই শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।